ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ: দ্বিতীয়বারও চ্যাম্পিয়ন ভারত

  তৃষা ও পারুনিকা সিসোদিয়ার ঘূর্ণিতে ২০ ওভারে ৮২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে টি-২০ ফরম্যাটে দুটি বিশ্বকাপই জিতল তারা, প্রথম আসরে ইংল্যান্ডকে হারিয়েছিল ৭ উইকেটে।

রোববার (২ ফেব্রুয়ারি) কুয়ালা লামপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।  তৃষা ও পারুনিকা সিসোদিয়ার ঘূর্ণিতে ২০ ওভারে ৮২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বোথা ১৪ বলে করেন ১৬ রান। ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে নামা কারাবো মেসো করেন ১০ রান।

৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার হাল ধরেছিলেন মিয়েকে ফন ফর্স্ট ও ফে কাউলিং। তাদের মধ্যে হয় সর্বোচ্চ ৩০ রানের জুটি। ফর্স্ট ১৮ বলে ২৩ রান করে আউট হলে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। কাউলিং করেন ১৫ রান।

মালয়েশিয়ার বেমাস ওভালে ওপেনার কমলিনি ৮ রানে আউট হওয়ার পর গনগাদি তৃষা ও সানিকা চালকের ব্যাটে জয় পেয়েছে ভারত। তৃষা ৩৩ বলে ৪৪ ও চালকে ২২ বলে ২৬ রান করেন। ভারত ম্যাচটি জিতে ৫২ বল হাতে রেখে। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কেয়লা রেয়নেকে।

ভারতের হয়ে ১৫ রানে ৩ উইকেট নেন তৃষা। ২টি করে শিকার করেন পারুনিকা, আয়ুশি শুকলা ও বৈষ্ণব শর্মা। এদের মধ্যে পারুনিকা ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। শবনব শাকিল নেন ১ উইকেট।

AA
আরও পড়ুন