ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬৯ বলে ১৭ রানে আউট কোহলি

আবারও একবার অফস্টাম্পের বাইরের বলে আউট বিরাট। এ নিয়ে চলতি সিরিজে সপ্তমবার একই ভাবে আউট হলেন তিনি। তবে তার এই রোগ নতুন কিছু নয়। পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে বর্ডার গাভাসকর ট্রফিতে চুড়ান্ত ব্যর্থ তিনি। এখনও পর্যন্ত ৮ ইনিংসে ১৮৪ রান করেছেন বিরাট, গড় ২৩। 

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

বিরাট কোহলি এমন এক ক্রিকেটার, যিনি যে কোনও জায়গা থেকে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার প্রথম দিনে ৬৯ বলে ১৭ রানে আউট হয়েছেন কোহলি। খবর হিন্দুস্তান টাইমস, বাংলা। 

আবারও একবার অফস্টাম্পের বাইরের বলে আউট বিরাট। এ নিয়ে চলতি সিরিজে সপ্তমবার একই ভাবে আউট হলেন তিনি। তবে তার এই রোগ নতুন কিছু নয়। পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে বর্ডার গাভাসকর ট্রফিতে চুড়ান্ত ব্যর্থ তিনি। এখনও পর্যন্ত ৮ ইনিংসে ১৮৪ রান করেছেন বিরাট, গড় ২৩। 

চতুর্থ-পঞ্চম স্টাম্পের বল খেলার ক্ষেত্রে তার দুর্বলতা নতুন কিছু নয়। প্রথম থেকেই তা খেলতে সমস্যায় পড়তেন বিরাট। কমেন্ট্রি করার সময় সিডনিতেও একই ভাবে বিরাট আউট হতেই নিজের হতাশা চেপে রাখতে পারেননি প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সিডনিতে প্রথম ইনিংসে ৬৯ বলে ১৭ রান করে আউট হয়ে যান কোহলি। স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন তিনি। বল চলে যায় বিউ ওয়েবস্টারের হাতে।

শুক্রবার (৩ জানুয়ারি)  থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি। বর্তমানে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে ভারত। এই টেস্ট জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এদিনে খেলতে দেখা যায়নি রোহিত শর্মাকে। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এবারও ব্যর্থ ভারতের টপ অর্ডার। যেই কারণে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ রান করেন ঋষভ পন্ত (৪০)।

বিরাটের আউট দেখে ইরফান পাঠান বলেন, ‘একজন মহান খেলোয়াড় বারবার এক ভুল করছে। কথায় আছে সবসময় দু'টি ভুলের মধ্যে ব্যবধান বাড়ানো উচিত। বড় খেলোয়াড়রা সেটাই করে। কিন্তু বিরাট সেটা করছে না। পেসের বিরুদ্ধে এই সিরিজে প্রায় ৬ বার আউট হয়েছে, অফ স্টাম্পের বাইরের বলে বারবার সমস্যায় পড়েছে। সেটা লেন্থ আগে হোক বা পিছনে। প্রচুর বাইরের বল ছিল। লাইন তো বাইরে ছিলই, আজকের বলটি সে লেন্থ দেখেও ছাড়তে পারত।’

NC
আরও পড়ুন