ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৯৯৯৯-তে আটকে গেল স্মিথের মাইলফলক

১০ হাজার থেকে মাত্র ১ রানের দূরত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে হলো স্মিথকে।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

সিডনিতে হাজারো সমর্থক অপেক্ষা করে আছে স্টিভেন স্মিথের ১০ হাজার টেস্ট রানের মাইলফলকের সাক্ষী হওয়ার। তবে সেই অপেক্ষা শেষ পর্যন্ত বিষাদে রূপ নিয়েছে। অফ স্টাম্পের বাইরের লেংথ বল পয়েন্টে পাঠিয়ে দুটি রান। স্টিভেন স্মিথের টেস্ট রান হয়ে গেল ৯ হাজার ৯৯৯। অপেক্ষা তখন মাইলফলক ছোঁয়ার। কিন্তু পরের ডেলিভারিতেই ‘অ্যান্টি-ক্লাইম্যাক্স।’ স্মিথ আউট!

প্রাসিধ কৃষ্ণার আচমকা লাফিয়ে উঠা বল সামলাতে না পেরে স্মিথ ক্যাচ তুলে দিলেন ডাইভিং পজিশনে থাকা যশস্বী জয়সওয়ালের হাতে। এক রানের আক্ষেপে পুড়তে হল স্মিথকে। ৯৯৯৯ রানে থামলেন স্মিথ। বিষাদ ছেয়ে গেল গোটা সিডনি স্টেডিয়ামজুড়ে।

১০ হাজার থেকে মাত্র ১ রানের দূরত্বে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে হলো স্মিথকে। এদিন ১০ হাজারের মাইলফলক থেকে মাত্র ৩৮ রান দূরে ব্যাট হাতে সিডনি টেস্টে নেমেছিলেন স্মিথ। আগের দুই টেস্টে সেঞ্চুরি করা স্মিথে এই টেস্টে মাইলফলক স্পর্শ করবেন তেমনটাই ছিল প্রত্যাশা।

তবে দুই ইনিংস মিলিয়েও শেষ পর্যন্ত সেটি পেরে উঠেননি স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ইনিংসে স্মিথ থেমেছেন মাত্র ৪ রানে। আর তাতে আপেক্ষ সঙ্গী হয়েছে তার।

এর আগে, টেস্টে ঠিক ৯ হাজার ৯৯৯ রানে কোনো টেস্ট শেষ করা ব্যাটসম্যান ছিলেন একজনই। ২০১১ সালেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অভিজ্ঞতা হয়েছিল মাহেলা জয়বর্ধনের। এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ হাজার ৯৯৩ রান নিয়ে টেস্ট শেষ করেছিলেন ব্রায়ান লারা।

সিডনিতে ১০ হাজার রানের মাইলফলক পূর্ণ না হওয়ায় স্মিথকে এখন অপেক্ষা করতে হবে শ্রীলংকা সিরিজ পর্যন্ত। যা শুরু হবে এই মাসের শেষ দিকে। সব ঠিক থাকলে শ্রীলংকা সফরে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা পঞ্চদশ ব্যাটসম্যান হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত এই সীমানা পেরিয়েছেন কেবল তিনজন-রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ।

AHA
আরও পড়ুন