ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিপিএলে কোন দল কোথায় দাঁড়িয়ে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাকি তিনটি জায়গা নিশ্চিত হয়নি এখনো। সেই লড়াইটা বেশ জমে উঠেছে। টুর্নামেন্টের বাকি ৬ দলই আছে দৌড়ে। 

সিলেট স্ট্রাইকার্স এমন কী ঢাকা ক্যাপিটালস  তলানিতে থাকলেও কাগজ-কলমে ঠিকই টিকে আছে তারা। শীর্ষ তিনে থাকা চিটাগাং কিংস বা ফরচুন বরিশালও এগিয়ে তবে নিশ্চিত নয় তারাও। 

বিপিএলে সব দলই অন্তত ৭ ম্যাচ করে খেলেছে। ৯ ম্যাচ পার করেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। দল দুইটির পয়েন্ট টেবিলে অবস্থান যথাক্রমে ৬ষ্ঠ ও ৫ম। সিলেট স্ট্রাইকার্সের বাকি ৪ ম্যাচ। খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল দুই দলই খেলেছে ৭টি। শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও চিটাগাং কিংস খেলেছে ৮টি ম্যাচ। 

গ্রুপ পর্বের ৪২টি খেলার ২৮ শেষ। চিটাগং কিংস ও ফরচুন বরিশাল ১০ পয়েন্ট নিয়ে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে। 

বিপিএল পয়েন্ট টেবিল
দল                  ম্যাচ           জয়  হার    পয়েন্ট   নেট রান
রংপুর রাইডার্স  ৮               ৮     ০       ১৬   +১.৫৪৪
চিটাগাং কিংস  ৮                ৫    ৩       ১০   +১.২৭১
ফরচুন বরিশাল  ৭               ৫    ২      ১০  +১.১০১
খুলনা টাইগার্স  ৭                 ৩    ৪      ৬   -০.১৭৯
দুর্বার রাজশাহী  ৯                ৩    ৬        ৬   -১.৬৯৫
ঢাকা ক্যাপিটাল  ৯               ২     ৭      ৪   -০.২৭৯
সিলেট স্ট্রাইকার্স  ৮              ২    ৬       ৪   -১.৩৮২

আরও পড়ুন