টাকার অপেক্ষায় হোটেলে আটকা বিদেশি ক্রিকেটাররা

বকেয়া টাকা পরিশোধের দাবি তুলে হোটেলে অপেক্ষা করছেন পাঁচ ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ  হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

বিপিএলের ১১তম আসরে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়ে গেছে দুর্বার রাজশাহীর। নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনো বিদেশি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করেননি দুর্বার রাজশাহীর মালিকপক্ষ।

এমনকি ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ এবং টিম ম্যানেজমেন্ট এই খেলোয়াড়দের ফোনকলে সাড়াও দিচ্ছেন না। এমন খবরই প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
  
রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির এক সূত্রে জানা গেছে, বকেয়া টাকা পরিশোধের দাবি তুলে হোটেলে অপেক্ষা করছেন পাঁচ ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ  হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। এদের মধ্যে বার্ল ও হারিসের আজ রাতের ফ্লাইট ধরার কথা। মিগুয়েল কামিন্স থাকবেন ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্তত আরও এক, দুদিন অপেক্ষা করবেন মার্ক দেয়ালও।  ফেরার আগে বাকি থাকা টাকা নিয়ে যেতে চান তারা।

এদিকে গত দুই সপ্তাহ ধরে কোন দৈনিক ভাতা দেওয়া হয়নি এই ক্রিকেটারদের। বিমানে উঠার আগে দৈনিক ভাতা সব বুঝে নেওয়ার দাবি তাদের। এছাড়া বার্ল ম্যাচ সেরা হয়ে যে আর্থিক পুরস্কার প্রাপ্য হয়েছিলেন, সেই টাকাও তিনি এখনো পাননি।

খেলোয়াড়দের পাশাপাশি টাকা পাননি দলের কোচিং স্টাফরাও। দলের প্রধান কোন পাকিস্তানি ইজাজ আহমেদও টাকা বুঝে নিয়েই ফিরতে চান নিজ দেশে।

এদিকে পারিশ্রমিক না দিলে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

AA
আরও পড়ুন