বিপিএলে নতুন কলঙ্ক, বিদেশি ছাড়াই খেলতে নামল রাজশাহী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

বিপিএল মানেই যেন বিতর্কের অন্য নাম! নানা বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক, হোটেল বিলসংক্রান্ত বিব্রতকর পরিস্থিতির পর এবার দলটি খেলেছে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই। আজ (রোববার) সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির কারণ হিসেবে রাজশাহী জানিয়েছে, তাদের সঙ্গে বিদেশি খেলোয়াড় নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তাদের একটু সমস্যা আছে। কী সমস্যা, তা তারা জানায়নি। তারা আবেদন করেছে, এই ম্যাচটা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের এই অনুমতি দিয়েছি।'

বিপিএল বাইলজ অনুযায়ী, একটি দলের হয়ে প্রতি ম্যাচে কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার খেলতে হয়। তবে 'বিশেষ বিবেচনায়' এই নিয়ম শিথিল করে রাজশাহীকে স্থানীয় খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজানোর অনুমতি দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবির টেকনিক্যাল কমিটি। সেখানে বলা হয়, ‘রাজশাহীর অনুরোধ পর্যালোচনা করার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে একটি দল মাঠে নামানোর অনুমতি প্রদান করেছে।’

রাজশাহী দলের হোটেল বদলানোর ঘটনাও আলোচনায় এসেছে। ঢাকায় তাদের পূর্ববর্তী হোটেলে বকেয়া সমস্যার কারণে মালিকপক্ষ তাদের অন্য একটি সংস্কারাধীন হোটেলে থাকতে বলে।

রাজশাহীর একাদশ-
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (অধিনায়ক), এস এম মেহরব, জিশান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় ও মিজানুর রহমান। 

আরও পড়ুন