ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

 মারা গেছেন বিশ্বের প্রবীণতম ক্রিকেটার ড্রাপার

‘১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ইস্টার্ন প্রভিন্সের হয়ে সেঞ্চুরি করেন ড্রাপার।’

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯:০৯ পিএম

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ব্যাটার রোনাল্ড ড্রাপার মারা গেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য  জানানো হয়েছে। বেরহায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

তার মৃত্যুর খবর জানিয়েছেন জামাই নীল টমসন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর ৬৬দিন।  জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি।

৪৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক ড্রাপার। ১১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩২৯০ রান করেছেন তিনি। 

১৯৫০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট খেলেন ড্রাপার। তিন ইনিংস ব্যাট করে মাত্র ২৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। 

১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ইস্টার্ন প্রভিন্সের হয়ে সেঞ্চুরি করেন ড্রাপার।

১৯২৬ সালের ২৪ ডিসেম্বর তাঁর জন্ম।

AA
আরও পড়ুন