ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমিফাইনালে কবে কে কার প্রতিপক্ষ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:০৩ এএম

দুবাইয়ে রোববার (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে জয় পেয়েছে ভারত। আর তাতে নিশ্চিত হয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইনআপ।

গতকালের ম্যাচের পর ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে সবার ওপর দক্ষিণ আফ্রিকা। আর দিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।  ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

পরদিন ৫ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যেকার সেমিফাইনাল। ৪ তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে। 

আরও পড়ুন