গত বছর বিশ্বকাপ জিতেই টি-২০ ফরম্যাটকে বিদায় জানান রোহিত-কোহলি ও রবীন্দ্র জাদেজা। অথচ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, এমনকি ফাইনালে মাঠে নামার আগেও তাদের অবসর নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আচমকাই সরে দাঁড়ান তারা।
তবে তিনজনই অন্য দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন। আজ (৯ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খেলতে নামবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। টি-২০ থেকে অবসরের সঙ্গে আজকের ফাইনাল ম্যাচকে মেলালে মনে প্রশ্নটা জাগতেই পারে, শিরোপা জিতলে রোহিত-কোহলি কি ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলে দেবেন?
তেমন হওয়াটা অসম্ভব কিছু নয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তেমনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়সের কারণেই এই তিন ক্রিকেটার অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। যে কারণে অনেকেরই ধারণা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে একই পথে হাঁটতে পারেন এই ত্রয়ী।
অবশ্য বিরাট কোহলি এখনই এই ফরম্যাটকে বিদায় জানাবেন কিনা তা নিয়ে অবশ্য কিছুটা সংশয় আছে। তবে সম্প্রতি অফফর্ম ও সমালোচনার মুখে ওয়ানডে ক্যারিয়ারের পাঠ চুকিয়ে ফেলতে পারেন রোহিত শর্মা। সুযোগ করে দিতে পারেন নতুনদের। একই পথে হাঁটতে পারেন জাদেজাও।
আর সত্যিই যদি তেমনটি হয়, তবে ভারতের শিরোপা জয়ের আনন্দ ম্লান হয়ে যেতে পারে অনেকটাই। কেননা, এর পর থেকে যে এই ত্রয়ীকে আর দেখা যাবে না রঙিন পোশাকে। আর তা যদি হয় সেটা নিশ্চিতভাবেই মনে দাগ কাটবে ক্রিকেটপ্রেমীদের মনে।
