ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শান্তর সিদ্ধান্তে বিস্মিত বুলবুল-ফাহিম

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৪৭ পিএম

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। আজ কলম্বো টেস্ট শেষে তার এমন সিদ্ধান্ত বিস্ময় ছড়ায়। এমন সময়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন রংপুরে, টেস্ট স্ট্যাটাস অর্জনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে। অন্যদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অবস্থান করছিলেন কলম্বোতেই-ঘটনার একেবারে কেন্দ্রবিন্দুতে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সিদ্ধান্তে স্পষ্টভাবে অবাক। শান্ত অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন-এ বিষয়ে কোনো ধারণাই ছিল না বলে জানান তিনি, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, যা সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।’

বিসিবির সর্বোচ্চ পদে থেকেও এই সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে না জানার কথা জানিয়ে বোর্ডের অভ্যন্তরীণ যোগাযোগ ও সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন বুলবুল।

একইসঙ্গে তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আশাবাদী মন্তব্য করেন। বলেন, ‘আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা এক নম্বর দল হতে পারবো না? এটা শুধু সময়ের ব্যাপার। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

কলম্বোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘শান্তর নিজস্ব কিছু ধ্যানধারণা আছে। শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল। সেভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছিল, কিন্তু সিদ্ধান্ত এত দ্রুত আসবে তা প্রত্যাশা করেননি, ‘আলোচনা হয়েছিল, কিন্তু আজই সে ঘোষণা দেবে-এটা ভাবিনি।’

শান্তর বিকল্প হিসেবে কে হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক-এখনও সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ফাহিম।

আরও পড়ুন