মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এতে ‘অদম্য’ ও ‘অপরাজেয়’ নামের দুটি দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের দুই তারকা নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগে সোমবার মিরপুরে দুই অধিনায়কের খুনসুটি আর কথার লড়াইয়ে জমে উঠেছে আবহ। ‘অপরাজেয়’ দলের অধিনায়ক শান্ত বলেন, ‘খুবই এক্সাইটেড। কোনো ছাড়াছাড়ি হবে না, একদম শুইয়ে ফেলব। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শুইয়ে ফেলতে পারি, না হলে শুয়েও যেতে পারি।’
পাল্টা জবাবে ‘অদম্য’ দলের অধিনায়ক মিরাজ বলেন, ‘বাবুল স্যার ও শান্ত থ্রেট দিচ্ছে। তবে খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে মজা নেই। আমরা মাঠে খেলে জেতার মাধ্যমে ওদের এই থ্রেটের জবাব দেব।’
মিরাজের দলের কোচ সোহেল ইসলামও পিছিয়ে থাকেননি। তিনি বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। কে কাকে শোয়ায় তা মাঠেই প্রমাণ হবে।’
এই ম্যাচে মিরাজের ‘অদম্য’ দলের মেন্টর হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং শান্তর ‘অপরাজেয়’ দলের মেন্টর হিসেবে থাকবেন তামিম ইকবাল।
অপরাজেয়: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা, সাকলাইন সজিব, জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।
অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম শেখ, হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
টিভির পর্দায় আজকের খেলা
পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত