ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিজ্ঞতায় দলকে এগিয়ে নিতে চান সাকিব

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম

জাতীয় দলের বাইরে গেল এক বছর। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত! এই ফরম্যাটে এখনো সমান জনপ্রিয় সাকিব আল হাসান। বর্তমানে তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে।

সিপিএলে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সাকিব বলেন, ‘এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই আসাটা উপভোগ করি। প্রায় প্রতিবারই নতুন দল, নতুন অভিজ্ঞতা। আমি ভীষণ এক্সাইটেড। শুরুটা ভালো হয়নি, তবে এটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।’

প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হারের প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘কিছুটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করা যেত। সেটা হলে লড়াইয়ের সুযোগ তৈরি হতো। এখানেই আমাদের উন্নতি করতে হবে।’

অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তরুণদের পাশে থাকার বিষয়েও স্পষ্ট সাকিব, ‘এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ। ওরা খেলার মধ্যে নতুন, কিন্তু এই ফরম্যাট এত বেশি দেখে যে নিজের দায়িত্ব সম্পর্কে ভালোই জানে। তবে আমার নেতৃত্ব দিয়ে যদি দলের উপকার হয়, সেটা অবশ্যই চেষ্টা করব।’

আরও পড়ুন