ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম

ব্যাটারদের আরেকটি ব্যর্থতার দিন। একাই যা একটু লড়াই করলেন আফিফ হোসেন ধ্রুব। ৪৯ বলে ৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ‘এ’ দল কোনো রকমে তিন অঙ্কের ঘর ছুঁয়েছিল। তবে সেই রান জয়ের জন্য মোটেও যথেষ্ট হয়নি। পার্থ স্কর্চার্সের জোয়েল কার্টিস ও ম্যাথু স্পোর্সের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে এটি নুরুল হাসান সোহানদের দ্বিতীয় হার।

আজ টসে জিতে অস্ট্রেলিয়ার ডারউইনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থ হন ওপেনার নাঈম শেখ (৬ বলে ৫), জিসান আলম (১৩ বলে ৯) ও সাইফ হাসান (২ বলে ১)। ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এ সময় এক প্রান্ত আগলে রাখেন আফিফ। কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ তাকে ভরসা দিতে পারেননি।

অধিনায়ক নুরুল হাসান করেন ১৪, মাহিদুল ইসলাম অঙ্কন ৬ ও মৃত্যুঞ্জয় চৌধুরী খেলেন ৮ বলে ১৪ রানের ছোট ইনিংস। শেষ দিকে রাকিবুল হাসানের ৫ বলে ১৬ রানের ক্যামিওতে কোনো রকমে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৩ রানে থামে বাংলাদেশ।

পার্থের হয়ে ব্রাইস জ্যাকসন নেন ৩ উইকেট, আলবার্ট এস্টারহুইসন শিকার করেন ২ উইকেট। 

জবাবে শুরুতে কিছুটা চাপে পড়েছিল পার্থ। ৪৭ রানের মধ্যে তারা হারায় তিন উইকেট। তবে উইলি (৩১), কার্টিস (৪০*) ও স্পোর্সের (২৮*) ব্যাটে সহজ জয় পায় অস্ট্রেলিয়ান দলটি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাঈম হাসান ও রাকিবুল হাসান। একটি উইকেট যায় হাসান মাহমুদের ঝুলিতে।

তিন ম্যাচ শেষে দুটি হারে সিরিজে কঠিন অবস্থায় নুরুল সোহানরা। বাংলাদেশ ‘এ’ দলের পরের ম্যাচ মঙ্গলবার, নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।

আরও পড়ুন