বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্বাস করেন, দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের খুঁজে বের করার সবচেয়ে বড় জায়গা স্কুল ক্রিকেট। তার মতে, উপজেলা থেকে জেলা, আর জেলা থেকে জাতীয় দলে ওঠার যে কাঠামো তৈরি হচ্ছে, সেটিই একদিন দেশের ক্রিকেটের জন্য হয়ে উঠবে শক্তিশালী পাইপলাইন।
বুলবুল মনে করেন, বিকেন্দ্রীকরণ ছাড়া ক্রিকেটের শিকড়কে গভীরে পৌঁছানো সম্ভব নয়। প্রতিটি জেলা যেন শুধু একটি ক্রিকেট দল গড়েই না, বরং পূর্ণাঙ্গ ক্রিকেট পরিবার হয়ে ওঠে- যেখানে থাকবে কোচ, ফিজিও, ট্রেইনারসহ সব ধরনের সহায়ক কাঠামো।
বিসিবি সভাপতি বলেন, ‘আগে এগুলো ছিল কেবল পরিকল্পনা, কিন্তু আকরাম খান ও তার টিম বাস্তবে মাঠে নামিয়েছে। এর ফলে উপজেলা থেকে উঠে আসা প্রতিভাবানরাও জেলা পর্যায়ে নিজেদের পরিচিতি গড়তে পারবে।’
স্কুল ক্রিকেট নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তার মতে, শুধুমাত্র ম্যাচ আয়োজন নয়, এখান থেকেই গড়ে উঠবে নতুন প্রজন্মের ক্রিকেট তারকারা। তবে প্রতিভা আবিষ্কারের পাশাপাশি তাদের ধরে রাখা এবং পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। বুলবুল বলেন, ‘স্কুল ক্রিকেট অনেক দিন ধরেই হচ্ছে। কিন্তু এবার আমরা নতুন উদ্যোগে এগোচ্ছি, যাতে এখান থেকে শুধু খেলোয়াড় নয়, দেশজুড়ে নতুন ক্রিকেট ভক্তও তৈরি হয়। এখান থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করব।’
তিনি বিশ্বাস করেন, আজকের স্কুল মাঠেই লুকিয়ে আছে আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ। তাই প্রতিটি স্কুল ম্যাচকে তিনি দেখছেন প্রতিভা খুঁজে বের করার সুযোগ হিসেবে। সেই প্রতিভাকে গেম ডেভেলপমেন্ট ও হাই-পারফরম্যান্স ইউনিটের মাধ্যমে পরিচর্যা করাই বিসিবির পরবর্তী কাজ হবে বলে জানান তিনি।
