ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস ভাগ্যে পিছিয়ে থেকে আগে ব্যাটিং করতে হচ্ছে টাইগারদের।

শ্রীলঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। টস শেষে তিনি বলেন, পিচটি নতুনের মতো লাগছে, তাই আমরা আগে বোলিং করতে চাই।

প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজকের ম্যাচেও জয় চাই লিটনদের।

এ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার একাদশে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের একাদশ-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ-

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।

DR/SN
আরও পড়ুন