ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাকিবের রেকর্ড ভাঙার দুয়ারে মুস্তাফিজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ভাঙার দুয়ারে দাঁড়িয়ে আছেন বাঁ-হাতি পেসার কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। আর মাত্র চারটি উইকেট পেলেই দেশসেরা বোলার হিসেবে শীর্ষে উঠবেন তিনি।

বর্তমানে ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ। তার ওপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করে এখনো শীর্ষে আছেন সাকিব।

রোববার (২১ সেপ্টেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচেই রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। কারণ শ্রীলংকার বিপক্ষে সবসময়ই কার্যকর ছিলেন তিনি। ক্যারিয়ারে লংকানদের বিপক্ষে ১৬ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট, যা তার দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৭ উইকেট এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ ম্যাচ খেলে।

সম্প্রতি বল হাতেও দারুণ ফর্মে আছেন ফিজ। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই জয়ে টিকে যায় বাংলাদেশের সুপার ফোরের আশা।

এর আগে গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে হারের ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তাই সুপার ফোরে মুখোমুখি লড়াইয়ে আবারও আলো ছড়ানোর প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

NB/SN
আরও পড়ুন