ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৬ অক্টোবর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন দুই দিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ ছিল ৪ অক্টোবর। রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

তফসিল অনুযায়ী, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণণা হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন একইদিন রাত সাড়ে সাতটায়। রাত নয়টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাতটায় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। বিসিবির ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আপত্তির ওপর শুনানি হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করবে বিসিবি। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৯ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ করবে। ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয় ১৭১ জন কাউন্সিলরের ভোটে। এর মধ্যে ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে নির্বাচিত হয়ে আসেন। ২৫ সদস্যবিশিষ্ট বোর্ডে ক্লাব পর্যায় থেকে আসেন ১২ জন, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্য থেকে বিসিবির সভাপতি নির্বাচন করেন।

এবারের নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই কয়েকজন নতুন ও পরিচিত মুখ প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ– এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে বিসিবি সভাপতি পদ নিয়ে তামিম ও বুলবুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ফারুক আহমেদও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

DR/FJ
আরও পড়ুন