এশিয়া কাপে সুপার ফোরের লড়াই জমে উঠেছে সমীকরণের খেলায়। গ্রুপপর্বে শ্রীলঙ্কার জয়ের ওপর নির্ভর করে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এবার উল্টো চিত্র—ফাইনালের আশায় শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের জয়ের দিকে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ আজ (বুধবার) নামবে ভারতের বিপক্ষে। পরের দিনই প্রতিপক্ষ পাকিস্তান। দুটি ম্যাচেই জয় পেলে সরাসরি ফাইনালে জায়গা হবে টাইগারদের। কিন্তু একটি ম্যাচ হারলে পরিস্থিতি জটিল হয়ে পড়বে।
এখন পর্যন্ত তিন দলেরই (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে ভারত (+০.৬৮৯), এরপর পাকিস্তান (+০.২২৬) এবং বাংলাদেশ (+০.১২১)। তাই ভারতের বিপক্ষে হেরে গেলে বাংলাদেশের জন্য পাকিস্তান ম্যাচ হয়ে উঠবে অলিখিত সেমিফাইনাল।
চারিথ আসালাঙ্কার শ্রীলঙ্কা গ্রুপপর্বে দাপট দেখালেও সুপার ফোরে হোঁচট খেয়েছে টানা দুই ম্যাচে-বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে। ফলে তাদের টিকে থাকার একমাত্র উপায় হলো-বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে জিতুক। এরপর নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কিন্তু যদি আজ বাংলাদেশ হেরে যায়, তবে শ্রীলঙ্কার জন্য শেষ ম্যাচের জয়-পরাজয় অর্থহীন হয়ে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই অনেক কিছু নির্ভর করছিল। ১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৮০/৫ রানে হোঁচট খেলেও শেষ পর্যন্ত হুসেইন তালাত ও মোহাম্মদ নাওয়াজের জুটিতে জয় নিশ্চিত করে।
তবে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা সন্তুষ্ট নন দলের ব্যাটিং নিয়ে। ব্যাট হাতে নিজেও ছন্দহীন-গড় ১১.২৫, স্ট্রাইকরেট ৭৬.২৭-যা টি-টোয়েন্টির মানদণ্ডের অনেক নিচে।
বাংলাদেশের সামনে এখন একমাত্র সহজ সমীকরণ-হাতে থাকা দুটি ম্যাচই জিততে হবে। তাতে ফাইনালের টিকিট নিশ্চিত হবে।
