ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশকে যা করতে হবে

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের স্বপ্নে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে। তবে বর্তমান অবস্থানে সেই লক্ষ্য এখন কঠিন সমীকরণে পরিণত হয়েছে।

সিরিজ হারের পর বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে নেমে এসেছে ১০ নম্বরে, বর্তমানে দলের রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশের উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৮০ পয়েন্ট) ও ইংল্যান্ড (৮৮ পয়েন্ট)। ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে শীর্ষ আটে ঢোকার কিছুটা সুযোগ এখনো বাকি রয়েছে— যদিও সেটি বেশ কঠিন ও নির্ভর করছে নির্দিষ্ট ফলাফলের ওপর।

সমীকরণ কী বলছে?
বাংলাদেশের সামনে এখন একমাত্র সুযোগ হলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়। কেবলমাত্র হোয়াইটওয়াশ করলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জয় পেলেও তা র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আনবে না। তাতে দল থাকবে আগের মতোই দশম স্থানে।

সময় কম, চ্যালেঞ্জ বড়
আরও বড় উদ্বেগের বিষয় হলো, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে র‍্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই বাংলাদেশের শেষ বড় সুযোগ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে আরও কিছু ম্যাচ, যেখানে ভালো ফল করে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারে।

বিশ্বকাপে যেতে না পারলে কী হবে?
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে ব্যর্থ হলে বাংলাদেশকে নামতে হবে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে, যা হবে একটি অনিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পথ। ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো তখন মূল পর্বে খেলতে হলে পেরোতে হবে সেই কঠিন পরীক্ষা।

সংক্ষেপে:
> সরাসরি খেলতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৮-এ থাকতে হবে
> বাংলাদেশ এখন আছে ১০ নম্বরে (৭৬ পয়েন্ট)
> ওয়েস্ট ইন্ডিজকে (৮০ পয়েন্ট) টপকাতে দরকার ৩-০ তে সিরিজ জয়
> ব্যর্থ হলে যেতে হবে বাছাইপর্বে, যা হবে ১৯৯৯ সালের পর প্রথম

সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে সুযোগ এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজেই ঠিক হবে, বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যাচ্ছে, না কি লড়তে হবে বাছাইয়ের কঠিন লড়াইয়ে।

MMS
আরও পড়ুন