ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুশফিকের পর লিটনের ব্যাটেও সেঞ্চুরি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ঢাকা টেস্টে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের হয়ে যেন পরিপূর্ণতার গল্প লিখল। আগের দিন যে মঞ্চ তৈরি করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস, আজ সকালে এসে সেটিকে আরও শোভাময় করে তুললেন দুজনই। মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরি দিয়ে দিন শুরু, আর সেশন শেষ হওয়ার আগেই লিটন তার মাইলফলক ম্যাচকে রাঙিয়ে তুললেন সেঞ্চুরিতে।

৯৯ রানে অপরাজিত থেকে সকাল শুরু করেন মুশফিক। প্রথম ঘণ্টার মধ্যেই তিনি পূর্ণ করেন ব্যক্তিগত ১০৬ রানের ইনিংস, যেটি তার অভিজ্ঞতারই প্রতিফলন। তবে দীর্ঘ ইনিংসের শেষটা হলো হাম্প্রিসের বলে ধরা পড়ে। তবু তার বিদায়ের পর বাংলাদেশের অগ্রগতি থেমে যাওয়ার কোনো আভাস দেখা যায়নি; কারণ তখনও অপর প্রান্তে দাপট নিয়ে খেলছিলেন লিটন দাস।

লিটনের ব্যাটিং ছিল শান্ত ও শৈল্পিক। চাপহীন, গুছিয়ে খেলা, কখনো পায়ের ব্যবহার, কখনো সময় নিয়ে সামনে বল ঠেলে দেওয়া, সব মিলিয়ে তার ইনিংস যেন ধৈর্য আর পরিমিতির সমাহার। ১৬২ বলে ১০৩ রানে অপরাজিত থেকে সেশন শেষ করেন তিনি। সাতটি চার এবং দুটি ছক্কা তার ইনিংসকে করেছে ভারসাম্যপূর্ণ ও চোখে লাগার মতো।

মিরাজও তার সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন সাবলীল ব্যাটিং। ৭৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে তিনি শুধু টিকে থাকেননি, বরং নিশ্চিত করেছেন যাতে চাপ লিটনের দিকে না আসে। তাদের জুটিতে এসেছে ৭৭ রান, যা বাংলাদেশের স্কোরকে নিয়ে গেছে ভরসার জায়গায়।

স্পিনারদের জন্য সহায়ক উইকেট হলেও আয়ারল্যান্ডের হামফ্রিস ও ম্যাকব্রাইন খুব বেশি সমস্যা তৈরি করতে পারেননি। বল টার্ন করছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের শৃঙ্খলা আর পরিকল্পনা সেই টার্নকে মোকাবিলা করেছে নিখুঁতভাবে।

১২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮৭ রানে, হাতে এখনও পাঁচ উইকেট। দিনের প্রথম সেশনে এসেছে ৯৫ রান, হারিয়েছে কেবল মুশফিকের উইকেট। 

আরও পড়ুন