আসন্ন বিপিএল আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। এবার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করল ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজ ও সোহানকে দলে নিয়েছে রংপুর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন সোহান। তাই এবারেও রংপুরকে নেতৃত্ব দেবেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।
অন্যদিকে ২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
সবমিলিয়ে ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা মৌসুমে পার করেছেন রেঞ্জার্সের জার্সিতে। সেবার ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।
টানা তিন জয়ে সেমিফাইনালের পথে ভারত