ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম রেখেছে ফিফা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম

২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে জমে উঠেছে আগ্রহ। কারণ শুধু আয়োজক বাড়েনি, পুরো টুর্নামেন্টের সম্পূর্ণ কাঠামোই বদলে যাচ্ছে এবার। আগামী বছরের গ্রীষ্মকালে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই সময় গরমের তেজটা একটু বেশিই থাকে। আর সেই গরমের কথা মাথায় রেখে নতুন নিয়ম রেখেছে ফিফা। ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেয়া হবে তিন মিনিটের পানি পানের বিরতি।

ফিফা সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানায়। নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়মে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেয়া হতো।

আগামী বছর জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। প্রথম ম্যাচে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।  

AHA