ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উলফসবার্গকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল বায়ার্ন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম

উলফসবার্গকে হারিয়ে পয়েন্ট ব্যবধান আরেকটু কমাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন জামাল মুসিয়ালা এবং হ্যারি কেইন। এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল বায়ার্ন।

শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪। তবে লেভারকুসেনের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে বায়ার্ন।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে বায়ার্ন। ৩৩ মিনিটে দলটিকে লিড এনে দেন জামাল। ১২ মিনিটের ব্যবধানে সেটাকে দ্বিগুণ করেন হ্যারি কেইন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি উলফসবার্গ।

FI
আরও পড়ুন