জার্মান লিগে শুভ সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। রোববার অ্যাওয়ে ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে ওলফসবুর্গকে।
জয়ে শুরু হলেও ম্যাচের ফল বলছে ম্যাচটি বায়ার্নের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল তারা। কেননা স্বাগতিক ওলফসবুর্গের খেলাটা অনেক উজ্জ্বল ছিল। তারই মাঝে প্রথমার্ধে চমৎকার এক আক্রমণ থেকে বায়ার্ন গোল করে এগিয়ে যায়। সাচা বোয়ের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে জামাল মুসিয়ালা দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে বায়ার্নের খেলা ছিল অনেকটা অস্বস্তিদায়ক। প্রতিপক্ষের টিয়াগো টমাসকে নিয়ম বহির্ভূতভাবে বাধা দেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে ওলফসবুর্গ খেলা সমতায় নিয়ে আসেন লভরো মায়ের। আট মিনিটে ব্যবধানে তিনি আবার গোল করে দলকে এগিয়ে নেন।
পয়েন্ট হারানোর শঙ্কা জেগে ওঠে বায়ার্নের মনে। কিন্তু ৬৫ মিনিটে এক আত্মঘাতি গোল তাদেরকে ম্যাচে ফিরিয়ে আনে। অবশেষে ৮২ মিনিটে সার্জ ন্যাবরির গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়।
গত মৌসুম বায়ার্ন লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল। ফলে নিয়মিত কোচ থমাস টুখেলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ভিনসেন্ট কোম্পানিকে। তার প্রশিক্ষণে এখন চলছে বায়ার্নের শিরোপা উদ্ধারের মিশন।
