এফএ কাপের বারোবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড পঞ্চম রাউন্ডে পৌঁছেছে। রোববার (২৮ জানুয়ারি) অ্যাওয়েতে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচে চতুর্থ সারির দল নিউপোর্ট কাউন্টিকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে খেলা নিশ্চিত করেছে তারা।
সহজ জয় পেলেও চতুর্থ সারির দলটির বিপক্ষে যথেষ্ঠ লড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। অন্য কথায় ম্যানইউকে মাঠে নাভিশ্বাস তুলে ছেড়েছে নিউপোর্ট কাউন্টি। এক পর্যায়ে ম্যানইউ দুই গোলে এগিয়ে ছিল। ব্রুনো ফার্নান্দেস ও কোবি মাইনু গোল করে ১৩ মিনিটের মধ্যে ম্যানইউকে দুই গোলে এগিয়ে নিয়েছিলেন। ফলে সহজ জয়ের স্বপ্ন দেখছিল তাদের সমর্থকরা। কিন্তু হঠাৎ করে তাদের কাঁপিয়ে দেয় নিউপোর্ট। ব্রায়ান মরিস ৩৬ মিনিটে ও উইল ইভান্স ৪৭ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
শেষ পর্যন্ত অবশ্য মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়নি ম্যানইউকে। অ্যান্টনি ৬৮ মিনিটে গোল করে দলের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন। আর ৯৪ মিনিটে রাসমাস গোল করে জয় নিশ্চিত করেন।
এদিকে লিভারপুলও বড় জয় পেয়েছে। নরউইচ সিটিকে ৫-২ গোলে হারিয়ে তারাও পঞ্চম রাউন্ডে পৌঁছেছে। লিভারপুলের হয়ে গোল করেছেন কার্টিস জোনস, ডারউইন নুনেজ, দিয়াগো জোতা, ভার্জিল ফন ডিক ও রায়ান গ্রাভেনবার্চ।
