ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ড্র করে লড়াইয়ে পিছিয়ে জিরোনা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ এএম

স্প্যানিশ ফুটবলে হঠাৎ করে সব আলো কেড়ে নিয়েছিল জিরোনা। একের পর এক জয়ে সবাইকে চমকে দিয়েছিল। বার্সেলোনাকেও থমকে দিয়েছিল তারা। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলে নেতৃত্বও দিচ্ছিল তারা। তবে শনিবার তাদের আলো অনেকটা ম্লান হয়ে গেছে। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করায় শীর্ষস্থানে ওঠার সুযোগ হাতাছাড়াও হয়েছে তাদের।

২৩ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ স্থায়ীভাবে শীর্ষে অবস্থান করছে। ২২ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট তাদের। ব্যবধান আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে রিয়ালের সামনে।

রোববার (৪ ফেব্রুয়ারি) অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলেই ব্যবধান বেড়ে চার পয়েন্ট হবে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একবার গোল উৎসব করেছিল জিরোনা। কিন্তু ভিএআর দেখে রেফারি তাদের উৎসব বন্ধ করে দেন। ইয়াঙ্গেল হেরেরা হেড করে যে গোলটি করেছিলেন তা বাতিল করেন রেফারি। সোসিয়েদাদের মিকেল ওয়ারজাবাইয়ের করাও একটি গোল ভিএআর দেখে রেফারি বাতিল করেন।

সফরকারী সোসিয়েদাদ বিরতির পর আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে ৭২ মিনিটে তারা গোলের দারুণ এক সুযোগ হারায়। ব্রাইস মেন্দেজের চমৎকার শট জিরোনা গোলরক্ষক পাউলো গাজানিগা রুখে দেন।

জিরোনা শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকবে কিনা তা আগামী শনিবার অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এদিন তারা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। এ ম্যাচে জয় পেলে জিরোনা লড়াইয়ে টিকে থাকবে, নতুন বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানের জন্য লড়তে হবে।

বার্সেলোনা শনিবার ৩-১ গোলে হারিয়েছে আলাভেজকে। এর ফলে ২৩ ম্যাচে শেষে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫০।

SN/FI
আরও পড়ুন