ফ্রেঞ্চ লিগে সেই উত্তেজনাটা আর নেই বললেই চলে। প্যারিস সেন্ট জার্মেই সেই উত্তেজনাটা রাখেনি। একের পর এক জয়ে অন্যদের থেকে নিজেদেরকে অনন্য উচ্চতা নিয়ে গেছে। যদিও রোববার (১০ মার্চ) রাতে নিজেদের মাঠে স্তাদে ডি রেইমসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারপরও অন্যদের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে দলটি।
২৫ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৫৬। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্টের সঙ্গে দলটির পয়েন্টের পার্থক্য ১০। আর ৪৫ পয়েন্ট নিয়ে মোনাকো রয়েছে তৃতীয় স্থানে। এ ম্যাচে ড্র করার মধ্য দিয়ে পিএসিজ লিগে টানা ২০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে। তবে এটা ছিল তাদের টানা তৃতীয় ড্র।
ম্যাচের শুরুতে রেইমস বড় ধরনের ধাক্কা দিয়েছিল পিএসজিকে। ম্যাচের সপ্তম মিনিটেই তারা এগিয়ে গিয়েছিল। মার্শাল মুনেতসি করেছিলেন গোলটি। তবে বেশিক্ষণ এ গোলের ভার বইতে হয়নি পিএসজিকে। তবে পিএসজির কেউ নয়, আত্মঘাতি গোলে তারা সমতায় ফিরেছিল। ১৭ মিনিটে সমতা ফেরার দুই মিনিট পর গনকালো রামোসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। বিরতির আগেই রেইমস ম্যাচে ফিরে আসে।
এ ম্যাচেও কিলিয়ান এমবাপ্পেকে প্রথম একাদশে রাখেননি কোচ। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন এমবাপ্পে। এ সময়ে অবশ্য কোনো গোলের দেখা পাননি পিএসজি ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা দলের এ গোল মেশিন। এ পর্যন্ত লিগে ২১ গোল করেছেন তিনি। চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এ ম্যাচে বেশ কয়েকবার প্রতিপক্ষের গোল পোস্ট লক্ষ্য করে শট নিলেও গোলের দেখা পাননি।
