ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আতালান্তাকে ৪-০ গোলে হারিয়ে মিশন শুরু পিএসজির

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ এএম

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। তাই এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ফরাসি জায়ান্টদের সামনে। সেই অভিযানের শুরুটা দুর্দান্ত করেছে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আতালান্তাকে হারিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। অধিনায়ক মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান খাভিচা কাভারাৎস্খেলিয়া। দ্বিতীয়ার্ধে অন্য দুটি গোল করেন নুনো মেন্দেস ও গন্সালো রামোস।

এদিন ম্যাচে শুরুতেই গোল উদযাপন করে। তৃতীয় মিনিটে ফাবিয়ান রুইসের পাস পেয়ে খুব কাছ থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তাতে একরকম কোণঠাসা হয়ে পড়ে আতালান্তা। 

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আশরাফ হাকিমির পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। তিন মিনিটের মধ্যে তৃতীয় গোলও পেতে পারতো পিএসজি। মার্কিনিয়োস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিন্তু সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি তিন দিন আগে লিগ আঁর ম্যাচে জোড়া গোল করা ব্রাডলি বার্কোলা, তার স্পট কিক আটকে দেন গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজির ব্যবধান ৩-০ করেন মেন্দেস। বার্কোলার পাস ধরে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ডিফেন্ডার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে আতালান্তার কফিনে শেষ পেরেক ঠুকে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রামোস। এতে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল পিএসজি।

AHA
আরও পড়ুন