ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট বাকি। তখনও ১-০ গোলে এগিয়ে বায়ার্ন মিউনিখ। ৮৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমায় ফেরান হোসেলু। এরপর দুই মিনিট না যেতেই ফের গোল করেন তিনি। ম্যাচটা নিজের করে নেয় রিয়াল। তবে রিয়ালের হয়ে হোসেলুর প্রথম গোলে বিতর্ক না থাকলেও বিতর্ক আছে ৯১ মিনিটে করা গোল নিয়ে।
যেখানে রুডিগারের বাড়ানো বল পা ছুঁয়ার সময় গোলরক্ষকের ঠিক সামনেই ছিলেন তিনি। যার জন্য অফসাইডের আপিল জানায় বায়ার্ন। যদিও শেষ পর্যন্ত তাদের আপিল আমলে না নিয়ে গোলের সিদ্ধান্ত জানায় রেফারি। যা তাকে নিজেদের বিপর্যয় হিসেবেই দেখছে বায়ার্ন কোচ টমাস টুখেল। ম্যাচ শেষেও যার ক্ষোভ ঝড়ে পড়েছে তার কণ্ঠে।
অফসাইডের সিদ্ধান্ত না দেওয়ায় টুখেল বলেন, ‘এটা একটি বিপর্যয়, সম্পূর্ণ বিপর্যয়। এটি একটি খুব, খুবই খারাপ সিদ্ধান্ত ছিল যা নিয়মের বিরুদ্ধে। লাইনম্যান এবং রেফারির কাছ থেকে একটি বিপর্যয়কর সিদ্ধান্ত ছিল। এটি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার মতো মনে হচ্ছে। লাইনম্যান দুঃখিত বলেছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। এটি হজম করা কঠিন তবে কিছু কারার নেই এখন।’
এমন সিদ্ধান্তের পর রেফারি ক্ষমা চেয়ে বলেও জানান তিনি। তবে তার সেই ক্ষমা চাওয়া যে দিনশেষে কোনো কাজে আসবে না সেটিও বলেন টুখেল, ‘প্রথম ভুলটি হয়েছে লাইনম্যান দ্বারা। দ্বিতীয়টি ভুলটি করেছেন রেফারি। আমার কাছে এটি বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছিল। তিনি পরে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও দুঃখিত বলাটা সাহায্য করে না। সবাইকে কষ্ট পেতে হবে, সবাইকে ভুল না করেই খেলতে হবে। তাই রেফারিকেও সেই স্তরে থাকতে হবে। অজুহাত তৈরি করলে হবে না। কারণ আপনি এই কারণেই মাঠে আছেন, আপনি সেখানে সেরা। এবং শেষ পর্যন্ত এটি আশা করার অধিকার আমাদের রয়েছে।’
