ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেজর সকার লিগ

মেসির গোল সত্ত্বে মায়ামির হার

আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৩৮ এএম

বিশ্বকাপে আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে মেক্সিকোর বিপক্ষে যেমন একটা গোল করেছিলেন আজ মেজর সকার লিগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে তেমন এক গোল করেছেন লিওনেল মেসি। তবে দুই গোলের পার্থক্য ব্যাপক। মেক্সিকোর বিপক্ষে গোলের মাঝ দিয়ে আর্জেন্টিনা নতুন করে লড়াইয়ের রসদ পেয়েছিল। কিন্তু আটালান্টার বিপক্ষে গোল তা হয়নি। মেসির গোল সত্ত্বেও ইন্টার মায়ামি ১-৩ গোলে আটালান্টার কাছে হেরে গেছে। লিগে মায়ামির এটা দ্বিতীয় হার।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে অনুষ্ঠিত ম্যাচে আটালান্টার হয়ে জোড়া গোল করেছেন সাবা লবজানিদজে। আটালান্টার হয়ে অন্য গোলটি করেন জামাল থিয়ারে। আটালান্টার এটা নাটকীয় জয় বলা যায়। দলটির সঙ্গে 'জয়' নামক শব্দের যতটা না পরিচয় তার থেকে বহুগুন পরিচয় 'হার' নামক শব্দের। কতদিন তারা জয়ের দেখা পায় না তা হয়তো তাদের সমর্থকরা ভুলেই গেছে। ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে তারা সেই জয়ের সঙ্গে আবার দেখা পেল। টানা ৯ ম্যাচ পয়েন্ট হারানোর পর এটাই তাদের প্রথম জয়।

আগের ম্যাচ মায়ামি কোচ মেসি, সুয়ারেজ ও সের্হিও বুস্কেতসকে বিশ্রামে রেখেছিলেন। এ ম্যাচে তারা মাঠে ফিরেছেন কিন্তু দলকে হতাশ করেছেন। তাদের উপস্থিতি সত্বেও মায়ামি হার নিয়ে মাঠ ছেড়েছে। বিরতির ঠিক আগ মুহুর্তে আটালান্টা প্রথম গোল পায়। বিরতির পর আবার গোল করেন সাবা লবজানিদজে। তার জোড়া গোলে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় আটালান্টা। বুস্কেতসের পাস থেকে বল মেসি ব্যবধান কমালেও তা হার এড়ানোর জন্য যথেষ্ঠ ছিল না। এটা ছিল মেসির একাদশ গোল। এ গোলের মাঝ দিয়ে তিনি সতীর্থ সুয়ারেজের পাশে এসে বসলেন।

ম্যাচে সব দিকে থেকেই পিছিয়ে ছিল মায়ামি। আটালান্টা মায়ামির গোল লক্ষ্য করে ২৩টি শট নিয়েছে। সেখানে মায়ামি শট নিয়েছে ১২টি। আটালান্টার আটটি শট লক্ষ্যে ছিল, সেখানে মায়ামির ছিল পাঁচটি। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মায়ামি। ৬১ ভাগ সময় তারা খেলা নিয়ন্ত্রণ করেছে, বাকি সময় আটালান্টার নিয়ন্ত্রণে ছিল খেলা।

MB/FI
আরও পড়ুন