ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোমানিয়াকে উড়িয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:০৮ এএম

ইউরোর শেষ ষোলোয় রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (২ জুলাই) রাতে রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা।

২০০০ সালের পর প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটে উঠেছিল রোমানিয়া। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি নেদারল্যান্ডসের কঠিন পরীক্ষা নিতে পারেনি। অনেকটা একপেশে ম্যাচ খেলে মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় কমলা উৎসব করেছে ডাচরা। ডনিয়েলে মালেনের জোড়া গোলে শেষ ষোলোতে জিতে ২০০৮ সালের পর প্রথমবার ইউরোর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস।

পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে নেদারল্যান্ডস। বল দখল থেকে শুরু করে শট নেওয়াতেও রোমানিয়ানদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল তারা। জয়টা আরও বড় না হওয়ায় আফসোস করতে পারে তারা। তিন সেভে রোমানিয়ার কিপার ফ্লোরিন নিতা ডাচদের হতাশ করেন।

কোডি গাকপো ১৯তম মিনিটে শক্তিশালী স্ট্রাইকে জাল কাঁপান। লিভারপুল ফরোয়ার্ড চলতি ইউরোতে তৃতীয় গোল করে জর্জিয়ার জর্জেস মিকাউতজাদে, স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জ ও জার্মানির জামাল মুসিয়ালার সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে যোগ দিলেন। গাকপো দ্বিতীয়ার্ধে নিজের চতুর্থ গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু সূক্ষ্ম অফসাইডের কারণে ভিএআরে তার গোলটি বাতিল হয়।

এরপর ৮৩ মিনিটে গাকপোর চমৎকার বানিয়ে দেওয়া বলে মালেন ২-০ করেন। বরুসি ডর্টমুন্ড ফরোয়ার্ড ৯৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন। তাতে ১৬ বছর পর শেষ আটের টিকিট কাটলো ১৯৮৮ সালে একমাত্র ইউরো জেতা ডাচরা।

AMK
আরও পড়ুন