টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
শনিবার (৭ জুলাই) ডুসেলডর্ফে ইউরো চ্যাম্পিয়নশিপের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৫-৩ গোলে জেতে গত আসরের রানার্সআপরা।
ইংল্যান্ড প্রথম শটে গোল করলেও সুইজারল্যান্ডের প্রথম শট ফিরিয়ে দেন পিকফোর্ড। এরপর টানা ৪ শটে ইংলিশরা গোল করলে পঞ্চম শট মারার সুযোগই পায়নি সুইজারল্যান্ড।
সেমিফাইনালে গ্যারেথ সাউথগেটের দলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস-তুরস্ক ম্যাচের বিজয়ী দল। সূত্র: গোল ডটকম
