ইউরো চ্যাম্পিয়নশিপ

তুরস্কের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে নেদারল্যান্ডস

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৩৪ এএম

তুর্কিদের স্বপ্ন সত্যি হতে দিল না নেদারল্যান্ডস। বরং বার্লিনে প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরো চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের টিকিট পেয়ে গেল অরেঞ্জ আর্মিরা।

শনিবার (৬ জুলাই) বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছে ডাচরা।

দলের জয়ের ম্যাচ স্টিফেন ভ্রিজ। অন্যটি আসে আত্মঘাতি গোলের সুবাদে। অন্যদিকে তুরস্ককে স্বপ্ন দেখানো একমাত্র গোলটি করেন সামেত আকায়দিন।

ম্যাচের ৩৫তম মিনিটে সামেত আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্তেফান ডি ভার্জের গোলে সমতায় ফেরার পর ৭৬ মিনিটে মের্ত মাল্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেও আর এই গোল শোধ করতে পারেনি তুর্কিরা।

আগামী বুধবার ডর্টমুন্ডে সেমিফাইনালে ডাচদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সূত্র: গোল ডটকম

AS
আরও পড়ুন