ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডি মারিয়ার কাছে ফাইনালে গোলের প্রত্যাশা মেসির

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:০৪ পিএম

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মাঝ দিয়ে আনহেল ডি মারিয়া জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে সোমবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠিতব্য কলাম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনাল হবে জাতীয় দলের হয়ে মারিয়ার শেষ ম্যাচ। শিরোপা নির্ধারণী এ ম্যাচে ডি মারিয়ার কাছ থেকে গোল প্রত্যাশা করছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

ছত্রিশ বছর বয়সী মারিয়া গত নভেম্বরে অবসরের সময়টা জানিয়ে দিয়েছিলেন। তবে অবসরের আগে শেষ ফাইনাল ম্যাচে স্কোর শিটে তার নাম দেখতে চান মেসি। যেমনটা গত কোপা ও বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছিলেন মারিয়া।

এক টেলিভিশন সাক্ষাতকারে মেসি বলেন, মারিয়া হয়তো এবারের ফাইনাল ম্যাচেও গোলের দেখা পাবেন। যেমনটা সে আগের একাধিক ফাইনালে গোল করেছে। আশা করছি, এবারের ফাইনালেও তার ব্যতিক্রম হবে না। সে গোল পেলে তা হবে দারুণ ব্যাপার। যাহোক অবসরের ব্যাপারে সে তার মনস্থির করে ফেলেছে। কোনো কিছুতেই সে তার মন পরিবর্তন করবে না।

জাতীয় দলের হয়ে মারিয়া ছয়টি কোপা ও চারটি বিশ্বকাপ খেলেছে। এ সময়ে ১৪৪ ম্যাচে গোল করেছেন ৩১টি। গত কোপা আমেরিকা, বিশ্বকাপের পাশাপাশি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ফাইনালেও গোল করেছিলেন তিনি।

AHA/FI
আরও পড়ুন