উৎসব, উৎসব আর উৎসব। ফুটবল সাফল্যে উৎসবে মেতে ওঠা আর্জেন্টাইদের জন্য একটা অভ্যাসে পরিণত হয়েছে। কোপা আমেরিকার পর বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা জয়। মাঝে ফিনালিসিমা জয়। সব মিলিয়ে একের পর এক উৎসব। সোমবার কলাম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার পর বুয়েন্স আইয়ার্সে উৎসবে মেতেছিল আর্জেন্টাইনরা।
বুয়েন্স আইরেস শহরের বিখ্যাত শহর ওবেলিস্কে হাজার আর্জেন্টাইন একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে। দক্ষিণাঞ্চলের এই শহরটিতে তাপমাত্রা ব্যাপক কম থাকলেও মেসিদের সাফল্য তাদের ঘরে আটতে রাখতে পারেনি। ঠান্ডা উপেক্ষা করে তারা সেখানে হাজির হয়েছিল। তাদের শরীরে জাতীয় পতাকা জড়ানো ছিল।
অবশ্য বেশিক্ষণ তাদের এই আনন্দ উৎসব চলতে দেয়নি বরেসিক পুলিশ। ব্যাপক হারে মানুষ উপস্থিত হওয়ায় বাজে পরিস্থিতির আশঙ্কায় পুলিশ তাদের দ্রুত সরিয়ে দেয়। বিষয়টি উপস্থিত উৎসবমুখ মানুষ মোটেও ভালোভাবে নেয়নি। তারা পুলিশের প্রতি ইট পাটকেল ছুড়ে প্রতিবাদ জানায়। তবে এ ঘটনায় কর্তৃপক্ষ কারো ওপর হামলায় চালায়নি বা তাদের গ্রেপ্তারও করেনি।
উপস্থিত সমর্থককরা বিভিন্ন স্লোগান ও গান করে। তারা বলেন, ‘আমরা আমেরিকার চ্যাম্পিয়ন। আসুন আমরা আনন্দঘন মূহুর্তটা উপভোগ করি। সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া আমাদের আনন্দ করার সুযোগ করে দিয়েছে।’
এদিকে দেশটির প্রেসিডেন্ট মেসিদেরকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা টানা দুইবারের কোপা চ্যাম্পিয়ন। চলো আমরা আনন্দ করি। আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি।’
এবারের কোপা আমেরিকা জয়ের মাঝ দিয়ে আর্জেন্টিনা টানা তিনটি বড় ধরণের শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল। ২০২১ সালের কোপা আমেরিকার পর, ২০২২ সালে বিশ্বকাপ, তারপর আবার কোপা আমেরিকা জয় করেছে তারা।
ওবেলিস্কে সাধারণত বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকে। কিন্তু এবার সে ব্যবস্থা ছিল না। ফলে মোবাইলে খেলা দেখতে হয়েছে। আবার কেউ কেউ ক্যাফে বা বারে বসে টেলিভিশনে খেলা দেখেছে।
এদিকে আর্জেন্টাইনদের এ উৎসবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ম্যাচ শুরুর আগে ২৯ বছর বয়সী এক সমর্থক পতাকা টানাতে গিয়ে ওপর থেকে পড়ে মারা যান।
