অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আজই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের বাকি দল। প্রতি গ্রুপ থেকে এরই মধ্যে অন্তত একটা দলের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হলেও ব্যতিক্রম ‘বি’ গ্রুপ। আর্জেন্টিনা, ইউক্রেন, ইরাক ও মরক্কোকে নিয়ে গড়া গ্রুপ থেকে এখনো কেউ শেষ আটে খেলা নিশ্চিত করতে পারেনি। একই সঙ্গে কোনো দল এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। চারটি দলেরই সামনে শেষ আটে খেলার সম্ভাবনা রয়েছে।
‘বি’ গ্রুপের চারটি দল এ পর্যন্ত দুটো করে ম্যাচে মাঠে নেমে একটিতে জয় পেয়েছে, একটিতে হেরেছে। চারটি দলেরই পয়েন্ট সমান। এক জয়ের ফলে তাদের সংগ্রহে জমা হয়েছে তিন পয়েন্ট। তবে গোল পার্থক্যে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। তারপরে যথাক্রমে রয়েছে ইউক্রেন, মরক্কো ও ইরাক। পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থান যাই হোক না কেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই। যারাই জয় পাবে তারাই কোয়ার্টার ফাইনাল খেলবে। হারলেই বিদায়। তবে ড্র করলেও সুযোগ থাকবে। সে ক্ষেত্রে অন্য ম্যাচের ওপর নির্ভর করতে হবে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মঙ্গলবার (৩০ জুলাই) আর্জেন্টিনা ইউক্রেনের মুখোমুখি হচ্ছে। একই দিন অন্য ম্যাচে মাঠে নামবে গ্রুপের অপর দুই দল ইরাক ও মরক্কো। আর্জেন্টিনা প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে দ্বিতীয় ম্যাচ ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির উত্তরসূরিরা। ইরাককে ৩-১ গোলে হারায়। অন্যদিকে ইউক্রেন ইরাকের কাছে হারলেও মরক্কোকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।
আজকের ম্যাচের আগে আর্জেন্টিনা ও ইউক্রেনের মধ্যে দারুণ একটা মিল রয়েছে। উভয় দল হার দিয়ে শুরু করলেও পরে ঘুরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, প্রথম ম্যাচে হারা দুই দলই এখন পয়েন্ট টেবিলের নেতৃত্বে।
পয়েন্ট টেবিলের অবস্থান যাই হোক শেষ আটে যেতে আজ জয় পেতেই হবে। ২০০৪ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আর্জেন্টিনার সামনের পথটাও একই। তাদেরও জয় পেতে হবে।
