প্যারিস অলিম্পিক পুরুষ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়াচ্ছে। চার কোয়ার্টার ফাইনাল ম্যাচই একই দিনে অনুষ্ঠিত হবে। যার একটিতে অংশ নেবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফুটবলপ্রেমীরা মূলত এই ম্যাচটির জন্য উম্মুখ হয়ে অপেক্ষা করছে।
অলিম্পিকে আর্জেন্টিনা ও ফ্রান্স ম্যাচ নিয়ে অন্যরকম এক উত্তেজনা ছড়িয়ে চলেছে। দুই বছর আগে হলেও এ ম্যাচটি অন্য সব স্বাভাবিক ম্যাচের মতোই হতো। কিন্তু গত দুই বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে এই ম্যাচকে আর উত্তেজনার বাইরে রাখা যাচ্ছে না। মাঠের বাইরের কিছু ঘটনা ম্যাচকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছে।
বিতর্কের শুরুটা কাতার বিশ্বকাপ থেকে। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিল আর্জেন্টিনার খেলোয়াড়। বর্ণবিদ্বেষী আচরণ করেছিল। গত মাসে কোপা আমেরিকা জয়ের পরও একই ঘটনার পুনরাবৃত্তি করেছিল আর্জেন্টিনার খেলোয়াড়। তারই ধারাবাহিকতায় দুই দেশের ফুটবল কর্মকর্তাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আজ মাঠেও যে তার রেশ থাকবে এটাই স্বাভাবিক।
স্বাগতিক ফ্রান্স গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। তিন ম্যাচের তিনটিতে জয় তাদের। প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে। বিপরীতে কোনো বল তাদের জালে যায়নি। অন্যদিকে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল হার দিয়ে। পরের দুই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্স আপ হয়েছে। তিন ম্যাচে তাদের গোল সংখ্যা ৬। বিপরীতে তিন গোল হজম করেছে।
মাঠের বাইরে যেহেতু উত্তেজনা রয়েছে সেহেতু কথার লড়াই হবে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। ফ্রান্সের খেলোয়াড়রা বলেছেন, সম্প্রতি যা ঘটেছে তা আমাদের দলের জন্য ভালো নয়। আর্জেন্টিনার উদ্ধত্যকে শেষ করতে হবে। ওরা সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে। এবার বদলা নেওয়ার পালা।
অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় হুলিয়ান আলভারেজ বলেছেন, আমাদের এবারের শুরুটা ভালো হয়নি। তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। কাপ জয়ের সুযোগ এসে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর মানে নেই। নিজেদের প্রমাণের জন্য আমরা সবাই প্রস্তুত।
