অলিম্পিক ফুটবল

আর্জেন্টিনাকে বিদায় করে ফ্রান্স সেমিতে

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম

আর্জেন্টিনার ফুটবলের স্বর্ণযুগের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতো পারলেন না হুলিয়ান আলভেজরা। শুক্রবার (২ আগস্ট) অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির উত্তরসূরিরা।

১-০ গোলে হেরেছে হাভিয়ের মাশচেরানোর প্রশিক্ষণাধীন আর্জেন্টিনা। ফ্রান্সের হয়ে ম্যাচের পঞ্চম মিনিটে একমাত্র গোলটি করেন জা ফিলিপে মাতেতা। সেমিফাইনালে ফ্রান্স মিসরের মোকাবিলা করবে।

আর্জেন্টিনার দুর্ভাগ্য বলা যায়। ম্যাচের আক্রমণের বন্যা আর আধিপত্যের ঝড় বইয়ে দিয়েও গোলের দেখা পায়নি। ম্যাচের প্রায় সত্তর ভাগ সময় তারা বলের দখল রেখেছে, একের পর এক আক্রমণ করেছে কিন্তু ফ্রান্স সব আক্রমণ রুখে দিয়ে ম্যাচের শুরুতে করা গোল ধরে রেখেছে।

ম্যাচের আগে যেমনটা ভাবা হয়েছিল ম্যাচটা ঠিক তেমনই হয়েছে। পরতে পরতে ছিল উত্তেজনা। ম্যাচের আগে থেকে ফ্রান্সের খেলোয়াড় ও সমর্থকদের মনে একটা যুদ্ধংদেহি মনোভাব ছিল। গ্যালারিতে উপস্থিত ফ্রান্সের সমর্থকরা তো ম্যাচ শুরুর আগে থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি দুয়ো ধ্বনি দিয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত যা অব্যাহত ছিল। মারামারি-ধাক্কাধাক্কি তো ছিলই। ব্যবহার করতে হয়েছে লাল কার্ড। ফ্রান্সের এনজো মিলট লাল কার্ড দেখেন। ফলে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না।

ম্যাচের আগে যখন আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজানো হয় তখন থেকেই উত্তাল ছিল গ্যালারি। মাঠে তাদের খেলোয়াড়রা বল ধরার সঙ্গে সঙ্গে তারা দুয়ো ধ্বনি দিয়েছে। তবে জা ফিলিপে মাতেতা এই উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। পঞ্চম মিনিটেই স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন তিনি। মাইকেল ওলিসার করা কর্নার কিকের বলে মাথা ছুঁইয়ে বলকে জালে পাঠিয়ে দেন।

বিরতির আগেই আর্জেন্টিনা সমতা আনার সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু গুইলিয়ানো সিমোওনে যে কি করলেন তা নিজেও বলতে পারবেন না। ছয় গজের বক্সের মধ্যে বল পেয়েও হেড করে বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ পেয়েও আর্জেন্টিনা গোলের দেখা পায়নি।

এদিনের অন্য ম্যাচে স্পেন জাপানকে ৩-০ গোলে হারিয়েছে। তারা সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে। মরক্কো ৪-০ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে।

AHA/FI
আরও পড়ুন