ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রীতি ম্যাচ

ভিক্টরের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম

যুক্তরাষ্ট্র সফরে প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারের লজ্জা দিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে পাউ ভিক্টরের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে জয় পেয়েছে। উভয়ার্ধে একটি করে গোল করেন ভিক্টর। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার শেষ মুহূর্তে ব্যবধান কমান নিকো পাজ।

নিউ জার্সিতে অনুষ্ঠিত এ ম্যাচটি বাজে আবহাওয়ার কবলে পড়েছিল। ব্যাপক বজ্রবৃষ্টির কারণে ১১ মিনিট খেলার পর খেলা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে এক ঘন্টার বেশি সময় পর খেলা আবার শুরু হয়। আবহাওয়ার কারণে খেলায় বিঘ্ন ঘটলেও পাউ ভিক্টর ছিলেন অপ্রতিরোধ্য। প্রাক মৌসুমের আগের ম্যাচগুলোতে যেমন উজ্জ্বল ছিলেন তেমনি এ ম্যাচেও আলো ছড়িয়েছেন।

আগের ম্যাচে গত মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে গোল করেছিলেন ভিক্টর। এ ম্যাচে করেছেন দৃষ্টিনন্দন গোল। প্রথম গোলটি করেন প্রথমার্ধের ৪২ মিনিট। বিরতির পর বার্সেলোনার সমর্থকদের আবার আনন্দে ভাসিয়ে দিতে মোটেও সময় নেননি। ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর একটি করে ম্যাচ খেলবে। বার্সেলোনা খেলবে এসি মিলানের বিপক্ষে। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি। এ ম্যাচের পর উভয় দল দেশে ফিরবে। তারপর শুরু করবে লা লিগার মিশন।

AHA/FI
আরও পড়ুন