শুরু হয়েছে ইতালিয়ান লিগ। প্রথম দিনে চারটি ম্যাচ মাঠে গড়িয়েছিল। তার একটি ম্যাচ ফল আসেনি। চারটি ম্যাচই অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
জেনোয়া ও ইন্টার মিলানের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে, একই রেজাল্টে পয়েন্ট ভাগাভাগি করেছে এসি মিলান ও তোরিনো, পারমা ও ফিওরেন্তিনার ম্যাচ ১-১ গোলে ড্র করেছে। এছাড়া এম্পোলি ও মোঞ্জার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান মৌসুমের প্রথম ম্যাচ সমর্থকদের স্বস্তি দিতে পারেনি। জেনোয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে তারা পিছিয়ে পড়েছিল। তারপর এগিয়ে যাওয়ার পরও তারা ব্যবধান ধরে রাখতে পারেনি। ইন্টার মিলানের হয়ে দুটো গোলই করেন মার্কাস থুরাম। ৩০ ও ৮২ মিনিটে গোল দুটো করেন তিনি। জেনোয়া ম্যাচের প্রথম গোলের পাশাপাশি শেষ গোলটাও করে। ২০ মিনিটে তাদের হয়ে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন আলেসান্দ্রো ভোগিয়ালাকো। এছাড়া ইনজুরি সময়ে ৯৫ মিনিটে জুনিয়র মেসি করেন সমতাসূচক গোলটি করেন।
তোরিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ পয়েন্ট পাওয়াকে এসি মিলান সৌভাগ্য মনে করতেই পারে। নিশ্চিত হারের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। তোরিনো দুই গোলে এগিয়ে থেকে নিশ্চিত জয়ের সুবাস পাচ্ছিল। কেননা তারা ৮৯ মিনিট পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ৮৯ মিনিটে আলভারো মোরাতোর গোলে তারা ব্যবধান কমানোর পর ৯৫ মিনিটে নোয়া ওকাফর গোল করে সমতায় ফেরান। নিশ্চিত হার থেকে রক্ষা পায় এসি মিলান।
