ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিএসজির বিজয় উৎসবে সংঘর্ষ, শতাধিক গ্রেপ্তার

আপডেট : ০১ জুন ২০২৫, ০১:২২ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। জয়ের পর আনন্দ ও উল্লাসে মেতে ওঠে ক্লাবের সমর্থকরা। প্যারিসে আনন্দ উদযাপন হঠাৎই সংঘর্ষে রূপ নেয়।

শনিবার (৩১ মে) মিউনিখে ইন্টার মিলানেকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা জেতার পর প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম ও চ্যাম্পস-এলিসি অ্যাভিনিউতে অসংখ্য পিএসজি সমর্থকরা উল্লাস করেন। মূলত সেখানে বড় স্ক্রিনে খেলা দেখছিলেন ৪৮ হাজার দর্শক।

উৎসবের মধ্য দিয়ে ফ্লেয়ার ও আতশবাজি চালানো হয়। একটা সময় উল্লাসকারীরা ভাঙচুর শুরু করে এবং গাড়ি জ্বালিয়ে দেয়। এই বিশৃঙ্খলা পিএসজি ইতিহাসে প্রথমবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব ফুটবল ট্রফি জয়ের পর সৃষ্টি হয়। তবে অধিকাংশ সমর্থক শান্তিপূর্ণভাবে উদযাপন করেছিলেন। অনেকেই রাস্তায় গান গেয়ে ও নাচে মেতে উঠেছেন বা গাড়ির হর্ণ বাজিয়েছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক মানুষ চ্যানেল ও ফুট লকারসহ চ্যাম্পস-এলিসে এর বিভিন্ন দোকানে ভাঙচুরের চেষ্টা করেছে। প্যারিস রিং রোডেও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পিএসজির পার্ক দে প্রিন্স স্টেডিয়ামের আশেপাশে অন্তত দুইটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে।

প্যারিস পুলিশ জানিয়েছে, প্রায় ৩০০ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে আতশবাজি বহন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

এদিকে প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য প্যারিসের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র উদযাপনের উৎসবে অপ্রীতিকর ঘটনাে এড়াতে।

RA/SN
আরও পড়ুন