সৌদি প্রো লিগ থেকে ৮৩ মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন আর্জেন্টিনার পাউলো দিবালা। সৌদি ক্লাব আল কাদশিয়া তার জন্য এই লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে দিবালা রোমাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার (২২ আগস্ট) জানিয়েছেন।
একাধিক সূত্র জানিয়েছে, তিন বছরের চুক্তিতে আল কাদশিয়া দিবালার জন্য ৮৩ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত ছিল। কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দিবালা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ধন্যবাদ রোম, রোববার দেখা হবে।
এই সিদ্ধান্তের মাঝ দিয়ে দিবালার অনিশ্চিত ভবিষ্যতের একটা ঠিকানা হতে যাচ্ছে। বৃহস্পতিবার দিবালা রোমার প্রথম দল থেকে আলাদা হয়ে অনুশীলন করেছেন। একই সঙ্গে গত রোববার ক্যালিয়ারির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন।
২০২২ সালে জুভেন্টাস থেকে রোমায় যোগ দেন দিবালা। তারপর থেকেই নিজেকে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তুলে ধরেন। ৭৮ ম্যাচে এ পর্যন্ত তিনি ৩৪ গোল করেছেন। ১৮ গোলে সহায়তা করেছেন। যার মাধ্যমে সমর্থকদের ভালোবাসা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় তারা দিবালাকে ক্লাব থেকে দূরে দেখতে চান না। যার ফলে তারা ক্লাবের বাইরে দিবালার হয়ে আন্দোলনে নেমেছিল।
