মার্কাস থুরামের জোড়া গোলের সুবাদে সিরি 'এ'তে বড় জয় পেয়েছে ইন্টার মিলান। শুক্রবার নিজেদের মাঠে তারা আটালান্টাকে ৪-০ গোলে হারায়। থুরামের পাশাপাশি গোল করেন নিকোলো বারেলা। অন্যটি ছিল আত্মঘাতী।
বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের এবারের শুরুটা ছিল অস্বস্তির। প্রথম ম্যাচে তারা জেনোয়ার সঙ্গে ড্র করেছিল। পরবর্তীতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। লিসকে ২-০ গোলে হারায় তারা। তার ধারাবাহিকতা ছিল এ ম্যাচে। মাত্র ১০ মিনিটের তারা ২-০ গোলে এগিয়ে যায়। দশম মিনিটে নিকোলো দারুণ এক ভলিতে গোল করেন তিনি। তার আগে তৃতীয় মিনিটে ইন্টারমিলান আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল।
বিরতির পরপরই লিলিয়ান থুরাম জোড়া গোল করেন। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন থুরাম। ৪৭ মিনিটে নিজের প্রথম এবং ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন।
ম্যাচ শেষে লিলিয়ান থুরাম বলেন, এটা মাত্র তৃতীয় ম্যাচ। এত দ্রুত কিছু বলার সময় না। তবে আমরা একটা শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলা উপহার দিতে চেয়েছিলাম। যাহোক ম্যাচের ফলে আমরা খুশি।
সিরি আ তে এখন আন্তর্জাতিক ম্যাচের ছুটি। তারপর ইন্টার মিলান মোঞ্জার বিপক্ষে খেলবে। অন্যদিকে আটালান্টা খেলবে ফিওরেন্টিনার বিপক্ষে।
