ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুন্দেসলিগায় মুলারের ১৫০তম গোল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ টানা দ্বিতীয় জয় পেয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) হোম ম্যাচে তারা ফ্রেইবুর্গকে ২-০ গোলে হারিয়েছে। হ্যারি কেন ও থমাস মুলার গোল দুটো করেন। কেনের গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। এ জয়ের মাঝ দিয়ে বায়ার্ন মিউনিখ দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। একই সঙ্গে নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দলটির জয়ের ধারা অব্যাহত রয়েছে।

আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি বেশ জমে উঠেছিল। ঠিক তখনই পেনাল্টিতে গোল পায় বায়ার্ন মিউনিখ। হ্যারি কেনের হেড ফ্রেইবুর্গের অধিনায়ক ক্রিশ্চিয়ান গুন্টারের হাতে লাগে। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। গোলের এই সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল করেননি কেন। ফ্রেইবুগর্কে ভুলপথে পাঠিয়ে কেন গোল করে দলকে এগিয়ে নেন। গত মৌসুমে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া কেনের নতুন মৌসুমে লিগে এটা প্রথম গোল।

এই গোলের পর খেলাটা বায়ার্নের নিয়ন্ত্রণে চলে যায়। গোলের আগে যে আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল সেখানে বায়ার্নের একক আধিপত্য প্রতিষ্ঠা হয়। এ অর্ধে গোলের খাতায় নাম লেখান থমাস মুলার। এ গোলের মাঝ দিয়ে বায়ার্নের হয়ে ৭১০তম ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখলেন। এটা ছিল বুন্দেসলিগায় তার ১৫০তম গোল। বুন্দেসলিগায় ১৭তম খেলোয়াড় হিসেবে তিনি এ কীর্তিতে পা রেখেছেন। তবে বায়ার্নের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়েছেন। তার আগে জার্ড মুলার (৩৬৫), রবার্ট লেভানদোভস্কি (২৩৮) ও কার্ল হেইঞ্জ রুমেনিগে (১৬২) এই মাইলফলকে পা রেখেছেন।

AHA/FI
আরও পড়ুন