ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোল করার পর যা বললেন দিবালা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ এএম

আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের অন্যতম একজন পাওলো দিবালা। তবে জাতীয় দলের সঙ্গে তার সম্পর্কটা অনেকটা সাপে নেউলের মতো। ইউরোপের বড় বড় ক্লাবে আলো ছড়ালেও জাতীয় দলে জায়গা হয় না তার। যার একমাত্র কারণ দলটির অধিনায়ক লিওনেল মেসি। মাঠে দুইজনের খেলার পজিশন একই হওয়ায় জাতীয় দলের সবসময় উপেক্ষিত থেকেছেন। লিওনেল মেসির ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন এই তারকা খেলোয়াড়।

শুক্রবার (৬ে সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই স্কোরশিটে নাম লিখিয়েছেন দিবালা। আর্জেন্টিনার ৩-০ গোলে পাওয়া জয়ে শেষ গোলটি তার। ৭৯ মিনিটে মিনিটে ইনজুরি সময়ে আলেহান্দ্রো গারনাচোর কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।

মেসির না খেলায় ১০ নম্বর জার্সি কে পাবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। দিবালা পেয়েছিলেন ১০ নম্বর জার্সিটি। তার মানও তিনি রেখেছেন। 
ম্যাচ শেষে দিবালা বলেন, আমি দলে ফিরতে পেরে খুশি। আমার সতীর্থদের কাছে ফিরতে পেরে আমি আনন্দিত। যখন এই জার্সিটি গায়ে চড়ানো হয় তখন আপনাকে আপনার সেরাটা দিতে হবে। আমি ভেবেছিলাম এবারও আমি সুযোগ পাব না। তবে আমি সুযোগ পেয়েছি এবং গোল করেছি।'

দিবালা আরও বলেন, কয়েকটা সপ্তাহ খুব পাগলের মতো কেটেছে।  আমার সতীর্থদের সঙ্গে থাকার জন্যই আমি রোমে রয়েছি। শেষ পর্যন্ত আমি আমার জাতীয় দলে ফিরেছি। আমি সম্ভাব্য সেরা উপায়ে এর প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি।

AHA/FI
আরও পড়ুন