ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বকাপ বাছাই ফুটবল

কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে দুঃশ্চিন্তায় আর্জেন্টিনা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ এএম

বিশ্বকাপ বাছাই পর্বে উড়ছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার চিলিকে উড়িয়ে দিয়েছে। ৭ ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে তারা কলাম্বিয়ার মুখোমুখি হবে। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ ম্যাচটি আর্জেন্টিনার জন্য  অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষের নাম কলাম্বিয়া বলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। মনে কিছুটা হলেও ভয় কাজ করছে।

শুধু বিশ্বকাপ নয়, আর্জেন্টিনা বর্তমান কোপা চ্যাম্পিয়নও বটে। গত জুলাইতে এই কলাম্বিয়াকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয়। সে বিচারে স্বস্তিতে থাকার কথা তাদের। কিন্তু প্রতিপক্ষের নাম কলাম্বিয়া হওয়ায় স্বস্তি নয়, বরং অস্বস্তিতে ভুগছে তারা।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ভেন্যু ছিল যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সে স্টেডিয়ামের স্মৃতি এখনো আর্জেন্টিনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিরপেক্ষ মাঠ হওয়ার সত্ত্বেও কলাম্বিয়ার দর্শকের আচরণ ছিল মারমুখী। আর খেলোয়াড়রা তো আরো বেশি আক্রমণাত্মক। মেসিকে মেরে মাঠ থেকে বের করে দিয়েছিল তারা। মেসি সেই যে মাঠ ছেড়েছেন এখনো মাঠে ফিরতে পারেননি। কবে ফিরবেন তা অজানা।

আর্জেন্টিনার কাছে হারের স্মৃতি তো এখনো টাটকা। প্রতিশোধের একটা বিষয় তো থাকছেই। কলাম্বিয়া যেভাব হোক প্রতিশোধ নিতে চাইবে। ফলে ম্যাচ নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রা একটু আতঙ্কে। চিলির বিপক্ষে দলের হয়ে দ্বিতীয় গোল করা হুলিয়ান আলভারেজ আগামী ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে বলেন, কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি কেমন হতে যাচ্ছে তা আমরা জানি। কোপা আমেরিকার ফাইনালের পর ম্যাচটি কঠিন হতে যাচ্ছে। তারা জিততে চাইবে। তবে আমরাও প্রস্তুত।

AHA/FI
আরও পড়ুন