ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বকাপ বাছাই ফুটবল

প্যারাগুয়ের কাছে বিধ্বস্ত ব্রাজিল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ এএম

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে জয় নামক শব্দের সঙ্গে খুব একটা পরিচিত নয় প্যারাগুয়ে। সাত ম্যাচে মাত্র একটা জয়। সেই প্যারাগুয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে তুলে নিয়েছে দ্বিতীয় জয়। হারিয়েছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলকে। নিজেদের মাঠের খেলায় ১-০ গোলে জয় পেয়েছে প্যারাগুয়ে। ম্যাচের ২০ মিনিটে একমাত্র গোলটি করেন দিয়াগো গোমেজ।

এ জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ব্রাজিল থেকে খুব একটা দূরে নয় তারা। ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে। সমান ম্যাচে যথাক্রমে ১৮ ও ১৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও কলাম্বিয়া প্রথম ও দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে তৃতীয় স্থানে।

বাছাই পর্ব এখনো শেষ হয়নি। অথচ ব্রাজিল কোচ দোরিভাল আগের দিনই ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। তার ঘোষণার পরদিনই ব্রাজিলকে এমন অবস্থার শিকার হতে হলো। বাছাই পর্বে ব্রাজিলের বর্তমান অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। ৮ ম্যাচে জয় মাত্র তিনটি। ৮ ম্যাচে গোল করেছে ৯টি, বিপরীতে হজম করেছে আট গোল।

প্যারাগুয়ের অবশ্য অন্য রকম এক মিশন নিয়ে এগিয়ে চলেছে। গোল খাবো, গোল দেবও না। সেই মিশনে দুই জয়ে মাত্র দুটো গোল করেছে তারা। রক্ষণভাগটাও বেশ শক্তিশালী করে রেখেছে তারা। যার ফলে আট ম্যাচে মাত্র তিনবার তাদের গোলরক্ষককে জাল থেকে বল কুড়াতে হয়েছে।

দক্ষিণ আমেরিকা বাছাই এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে বলিভিয়া ২-১ গোলে চিলিকে হারিয়েছে। পেরু ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। আর ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

AHA/WA
আরও পড়ুন