ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারী বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে সরাসরি খেলবে বাংলাদেশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ২০৩১ বিশ্বকাপের জন্য আলাদা বাছাই প্রতিযোগিতায় আয়োজন করার কারণে এই সুযোগ পাচ্ছে তারা। যদিও টুর্নামেন্টের আয়োজক এখনও নির্ধারিত হয়নি।

এএফসি ঘোষণা দিয়েছে, ২০২৭ সালে শুরু হতে যাচ্ছে একটি তিন রাউন্ডের প্রাথমিক প্রতিযোগিতা। এর আগে মহিলাদের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল চূড়ান্ত হতো এশিয়ান কাপ বা এশিয়ান গেমসে পারফরম্যান্সের মাধ্যমে। কিন্তু এবার একটি স্বতন্ত্র প্রতিযোগিতা হবে যাতে নিচের দিকের র‌্যাঙ্কিংয়ে থাকা দলগুলো উপরের দলগুলোর সঙ্গে খেলতে পারে।

নতুন ফরম্যাটে তিনটি রাউন্ডের খেলায় ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিচের র‌্যাঙ্কিংধারী দলগুলোকে নিয়ে হবে শুরুর রাউন্ড। অংশগ্রহণকারী দলের সংখ্যা বিবেচনায় গ্রুপ করা হবে, যেখানে এই দলগুলো একক রাউন্ড-রবিন পদ্ধতিতে লিগ ফরম্যাটে খেলবে।

তারপর ফলের ওপর ভিত্তি করে শীর্ষ দলগুলো উঠে যাবে ২৪ দলের দ্বিতীয় রাউন্ডে। যেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলও থাকবে।

এই রাউন্ডে চারটি করে দল নিয়ে ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে একক রাউন্ড রবিন পদ্ধতিতে লিগ ফরম্যাটে খেলা হবে, আর শীর্ষ দুটি করে দল যাবে তৃতীয় রাউন্ডে।

চার দলের তিনটি গ্রুপের প্রতিটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে। এশিয়া থেকে কয়টি দল মূল পর্বে যাবে, তার ভিত্তিতে এই রাউন্ডে বিজয়ী দল নির্ধারণ করা হবে।

মেয়েদের বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২৭ সালে ব্রাজিলে। তার আগের বছর অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়া কাপ। মূল পর্বের জন্য ওই টুর্নামেন্ট থেকে বাছাই করা হবে দল।

২০২৯ সালের এশিয়া কাপের জন্য নতুন করে দুই স্তরের বাছাই হবে। তাতে করে আগামী বছরগুলোতে বাংলাদেশ আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবে।

MMS
আরও পড়ুন