চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ গোলের উৎসব করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ডায়নামো জাগরেবকে গোলের বন্যায় ডুবিয়েছে। হ্যারি কেনের চার গোলের সুবাদে ৯-২ গোলে জয় পেয়েছে জার্মান ক্লাবটি।
এ জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে কোনো একক দলের এটাই এক ম্যাচে সর্বোচ্চ গোল। ম্যাচে সব মিলিয়ে ১১ গোল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে কোনো নির্দিষ্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোল এটি। এর আগে ২০০৩ সালে মোনাকো ও ডেপোর্টিভো লা করুণার ম্যাচে দর্শকেরা ১১ গোলের দেখা পেয়েছিল। সেই ম্যাচে মোনাকো ৮-৩ গোলে জয় পেয়েছিল। এই তালিকায় সবার ওপরে রয়েছে ২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড ও লেগিয়া ওয়ারশর ম্যাচটি। সে ম্যাচে ১২ গোল হয়েছিল। ডর্টমুন্ড আট গোল করেছিল।
বায়ার্নের এই গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন হ্যারি কেন। চার গোল করেছেন তিনি। ১৯ মিনিটে পেনাল্টি গোলের মাধ্যমে তিনি প্রথম গোলের দেখা পান। দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তিনি। ম্যাচের তিন গোল করেন তিনি পেনাল্টিতে। এই চার গোলের সুবাদে তিনি চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বাধিক গোলের কীর্তি গড়েছেন। তার গোল সংখ্যা ৩৩। এর আগে এ কীর্তি ছিল ওয়েনি রুনির। ৩০ গোল করেছিলেন রুনি।
কেন আরও একটা কীর্তি গড়েছেন এ ম্যাচে। বুন্দেসলিগায় গত শনিবার হ্যাটট্রিক করা কেন হচ্ছেন প্রথম খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি গোলের হ্যাটট্রিক করেছেন।
ম্যাচ শেষে কেন বলেন, এই প্রথম কোনো এক ম্যাচে আমি তিন পেনাল্টিতে গোল করেছি। আমার জন্য এটা একটা অন্যরকম অনুভূতি। আমার জন্য এটা ছিল দারুণ এক রাত।
বায়ার্নের হয়ে অন্য গোলগুলো করেন রাফায়েল গুয়েরেইরো, মাইকের ওলিসে, লেরয় সানে ও লিওন গোরেজকা। এরমধ্যে ওলিসে করেন দুই গোল।
এ ম্যাচে থমাস মুলারও একটা কীর্তি গড়েছেন। বায়ার্নের হয়ে তিনি ১৫২তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন। ইউরোপের এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি এখন তার। তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার সাবেক তারকা জাভিকে।
