ফিফা ফুটসাল বিশ্বকাপে গ্রুপ পর্বে আরও একটা বড় জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তারা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়েছে। গ্রুপ পর্বে এটা তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা কিউবাকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে পিতো ও মার্সেল দুটো করে গোল করেছেন। এছাড়া ডেয়াগো, নেগুনহো, আর্থার ও রাফা সান্তোস একটি করে গোল করেন।
একই দিনে গ্রুপের অপর ম্যাচে থাইল্যান্ড ১০-৫ গোলে কিউবাকে হারিয়েছে। থাইল্যান্ডও টানা দ্বিতীয় জয় নিয়ে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়েছে। ব্রাজিল ও থাইল্যান্ডের পয়েন্ট সমান হলেও ব্রাজিল গোল পার্থক্যে উপরে রয়েছে। দুটো দলই পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে।
এদিকে আজ অন্য গ্রুপের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তারা খেলবে এশিয়ার দল আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৭-১ গোলে ইউক্রেনকে হারিয়েছিল। অন্যদিকে আফগানিস্তান ৬-৪ গোলে হারায় অ্যাঙ্গোলাকে। আজ যে দল জয় পাবে তারা আগেভাগে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করবে।
